শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্তরে বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামীয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ই এপ্রিল) বাদ জোহর শহরের চৌমুহনা চত্তরে উক্ত সম্প্রতি সময়ে চাঞ্চল্যকর নাবালিকা ধর্ষণের অভিযোগে চন্দন ধর (৪০) এর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সালেহ।
এতে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আবুল কাশেম, উপজেলা প্রশিক্ষণ সম্পাদক শামীম আহমেদ, সভাপতি শ্রীমঙ্গল আলিয়া মাদ্রাসা শাখা মীর ফয়সাল আহমেদ, উপজেলা আর ইসলাহ সহ সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।
উল্লেখযোগ্য যে, শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর এই নাবালিকা ধর্ষণের অভিযোগে অভিযুক্ত চন্দন ধর (৪০) কে শ্রীমঙ্গল থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে অভিযোক্তকে মৌলভীবাজার থেকে গতকাল শনিবার দিবাগত রাত ৩টার সময় গ্রেফতার করা হয়।