প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে ঘর উপহার পেলো কাপ্তাই থানাধীন ৫নং ওয়াগগা ইউপিস্থ নোয়াপাড়া গ্রামের বাসিন্দা অসহায় নিহলাউ মার্মা (৫৫)।
অসহায় নিহলাউ মার্মা (৫৫) এর স্বামী হলাত্র মার্মার মৃত্যুর পর এক মেয়ে দুই ছেলেকে নিয়ে জুম চাষ করে ভাঙ্গা ঘরে থেকে মানবেতর জীবনযাপন করে আসছিলো। এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বাংলাদেশ পুলিশ প্রধান আইজিপি মহোদয়ের গৃহীত প্রকল্পের মাধ্যমে কাপ্তাই থানার সার্বিক তত্ত্বাবধানে অসহায় নিহলাউ মার্মাকে একটি ঘর উপহার দেওয়া হয়েছে।
গত ১০ এপ্রিল অসহায় নিহলাউ মার্মাকে পুলিশের উপহারের ঘরটি হস্তান্তর করা হয়।
এদিকে স্বপ্নের ঘর পেয়ে নিহলাউ মার্মা মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।