শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
নোংরা পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ, প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ’র তারিখ না দেওয়া, খুচরা মূল্য উল্লেখ না করা এবং খাবার প্রস্তুতের সময় মাস্ক ব্যবহার না করাসহ বিভিন্ন অনিয়মের মধ্যেই এতদিন চুটিয়ে ব্যবসা করে আসছিল উখিয়ার দুই নুর হোটেল ও আর রহমান বেকারী।কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এসব ধরা পড়ায় জরিমানা গুনতে হয়েছে তিন প্রতিষ্ঠান কে।
বুধবার (৩০ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের একটি টীম।উখিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকার কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইনের নেতৃত্বে উখিয়া সদর ও রাজাপালং এলাকায় এ বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উখিয়া সদরে অবস্থিত নুর হোটেল-১ কে ১০ হাজার টাকা, একই সময়ে নুর হোটেল-২ কে ৫ হাজার ও আর রহমান বেকারীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উখিয়ায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা পূর্বক সতর্ক করা হয় এবং ব্যবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা ও অমুমোদনবিহীন পণ্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।
অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন উখিয়া থানা পুলিশের একদল সদস্য।জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার’র সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন।
আরো পড়ুন…