মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রেসক্লাব ও পাক্ষিক মানিকছড়ি বার্তার উদ্যোগে নবাগত মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীকে সংবর্ধনা, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বাদ আছর প্রেসক্লাব সভাপতি মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মান্নানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী।
আলোচনাকালে সংবর্ধিত ইউএনও রক্তিম চৌধুরী প্রেসক্লাবের সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ ও সমাজ উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সৎ উদ্দেশ্য নিয়ে সত্য ও বাস্তবতা তুলে ধরলে সকলের মঙ্গল হয়। তাই সকল সাংবাদিকদের পজেটিভ কাজে প্রশাসন পাশে থাকবে। তিনি আরও বলেন, ঐতিহ্যে ঘেরা মানিকছড়িকে নিয়ে একটি প্রকাশনা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ রাজ্জাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহনূর আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম চৌধুরী, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও মানিকছড়ি গ্রাজুয়েট ফোরামের সভাপতি শহীদুল ইসলাম মোহন, প্রেসক্লাবের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম ও যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. নুরুল ইসলামসহ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, সেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।