তিন পার্বত্য জেলাতে পালিত হচ্ছে ফুল বিঝু উৎসব,মঙ্গলবার ১২ই এপ্রিল নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমার নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করা হয়। নানিয়ারচর রত্নাংকুর বনবিহার থেকে শুরু হয়ে আনন্দ র্যালিটি টিএনটি বাজারে এসে সমাপ্ত হয়।
র্যারি পরবর্তী নানিয়ারচর উপজেলার ছয় কুড়ি বিলে ফুল বাসানোর মাধ্যমে চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিঝু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।
নানিয়ারচর উপজেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ উৎসবে অংশগ্রহণ করেন। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য টিএনটি বাজারে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ফুল ভাসানো উৎসবের সমাপ্তি ঘটে।