মাইন উদ্দিন বাবলু, বিশেষ প্রতিনিধি:- ভূমি জবরদখল, কখনো যৌন হয়রানির কথা বলে মিথ্যা মামলা, কখনো জায়গা জবরদখল করে প্রতিবাদ করায় মিথ্যে মামলা দিয়ে হয়রানির শিকার, বা কখনো মারামারির কথা বলে মিথ্যা মামলা, সিন্দুকছড়ি ইউনিয়নে এমন কোনো ব্যাক্তি নেই যে মহব্বত ও তার স্ত্রী মইফুল বেগমের কর্তৃক মিথ্যা মামলার শিকার।
সোমবার (১১ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে প্রধান সড়কে মহব্বত ও তার স্ত্রী মইফুল বেগমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে উপস্থিত ছিলেন মহব্বত কর্তৃক জবরদখল হওয়া প্লটের মালিকগন, এবং মিথ্যা মামলার হয়রানি হওয়া এলাকার সাধারন জনসাধারন।
এসময় এলাকাবাসী বলেন, এসব ভূমি দস্যু এলাকা থেকে বহিষ্কার করা হোক এবং তাদের কঠিন শাস্তির দাবি করেন। তারা আর ও বলেন, খাগড়াছড়ি জর্জ কোর্ট এ প্রায় প্রতিদিনই মহব্বত এবং মহব্বতের স্ত্রী হয় মামলা করে অথবা মামলার হাজিরা দেয়। তারা যেখানে খুশি সেখানেই জবরদখল করে। আর কেউ প্রতিবাদ করলে তাকে মারধর করে রাজনীতির ভয় দেখিয়ে মামলায় ডুকিয়ে দেয়। তাই এই মামলাবাজ এবং ভূমিদস্যুদের এলাকা থেকে বিতাড়িত করতে প্রশাসন এবং এলাকার গন্যমান্যদের সহযোগীতা চান ভুক্তভোগীরা।