মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার খাড়িছড়া এলাকা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মো. আবদুল কাদের নিখোঁজের চার দিন পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। সন্ত্রাসীরা তাকে অপহরণ করেছে দাবী করে দ্রুত অক্ষত অবস্থা নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যোগ্যাছোলা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। প্রতিবাদ সমাবেশ থেকে আগামি ২৪ ঘন্টার মধ্যে আব্দুল কাদেরকে নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন বক্তারা।
শনিবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দক্ষিণ কালাপানি পান্নাকার্বারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও মো. জামাল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন।
এতে অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ক্যজরী মহাজন, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন পাটোয়ারী, যুবলীগ সভাপতি নুরুল আফছার শামীম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি মো. মোকতাদের হোসেন, ইউপি সদস্য আব্দুল হামিদ, সাম কুমার ত্রিপুরা, পাড়া প্রধান (কার্বারী) ক্যজ মারমা প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে যোগ্যাছোলা ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও পাহাড়ি বাঙ্গালী সর্বস্তরের সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।