চট্টগ্রাম প্রতিনিধিঃ- ফটিকছড়ির হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ পরিদর্শন করেছেন হিন্দু কল্যাণ ট্রাস্ট, মশিগশি সুজিত কুমার হালদার, ফিল্ড সুপারভাইজার, হিন্দু কল্যাণ ট্রাস্ট চট্টগ্রামের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক মাস্টার রতন কান্তি চৌধুরী। এ সময় হাজিরা খাতা এবং বিভিন্ন ডকুমেন্টারি কাগজপত্র, হিসাবনিকাশ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, আজ নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠে এসে যে আন্তরিকতা নিয়ে আপনারা গীতা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন তা যদি অব্যাহত থাকে তবে মনে করব সরকারিভাবে গীতা স্কুল প্রতিষ্ঠা হলে অত্যন্ত সফলভাবে পরিচালিত হবে। প্রান্তিক সনাতনী জনগোষ্ঠীর উন্নয়ন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যে মহান ব্রত গ্রহণ করেছে পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠ অচিরেই তার অন্যতম অংশে প্রতিষ্ঠা হবে। আবারও পরিচালনা পর্ষদের বৎসরব্যাপী বিভিন্ন এলাকার মানবিক উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তার বক্তব্য শেষ করেন।
এতে উপস্থিত ছিলেন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের পরিচালক শিক্ষিকা অর্চনা রানী আচার্য, শিক্ষক তূর্ণা আচার্য, সহকারী শিক্ষক সংগীতা শীল, সূর্যগিরি আশ্রমের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ, উপদেষ্টা রতন কুমার আচার্য, নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, উপদেষ্টা শান্তিপদ আচার্য, উপদেষ্টা সোনারাম আচার্য, উপদেষ্টা ডা. সুশীল আচার্য, মানিক বড়ুয়া, লালু চক্রবর্তী, সমীর দাশ, অমর শর্মা প্রমুখ।