মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়িতে প্রতিষ্ঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা”র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায়, হত-দরিদ্র ২০ পরিবারের মাঝে এক মাসের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে মানিকছড়ি দারুল ইহসান মাদ্রাসার মাঠে উপকারভোগীদের মাঝে এইসব সামগ্রী বিতরণ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মাদ নাছির উদ্দিন।
ইফতার ও খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, তেল ২ লিটার, ছোলা ২ কেজি, ডাল ১ কেজি, মুড়ি ১কেজি ও খেজুর ১ কেজি।
এসময় সংগঠনটির সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মাদ নাছির উদ্দিন বলেন, “আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা” প্রত্যেক রমজানে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় এ বছর ১শ পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ ২০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পুরো রমজান জুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।