মাহে রমজানকে সামনে রেখে বান্দরবানে রুমা উপজেলায় বসবাসরত ১শত মুসলিম পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী রুমা উপজেলার সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে৷
আজ মঙ্গলবার দুপুরে রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে রুমা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাছান শাহরিয়ার ইকবাল পিএসসি উদ্যোগে রুমা জোনে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হুমায়ূন রশীদ পিএসসি উপস্থিত থেকে এ বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদে চেয়ারম্যান উহ্লাচিং মারমা, বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া ও মীর নাসিরসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রমূখ।
রুমা জোনে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ হুমায়ূন রশীদ পিএসসি বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি রুমা উপজেলায় বসবাসকারী সকলের সম্প্রীতির বন্ধন রাখার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নসহ সন্ত্রাসমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রুমা সেনা জোনের সেনাবাহিনীর বিভিন্ন সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সে সাথে এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে আমরা সর্বদায় প্রস্তুত।
সেনাবাহিনীর সূত্রে জানায়, খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি মুসলিম পরিবারকে ২কেজি খেজুর, ১কেজি ৫০০গ্রাম ছোলা,১কেজি ৫০গ্রাম ডাল, ১কেজি চিনি, ১লিটার সয়াবিন তৈল, ২কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম মুড়ি ও ৫০০গ্রাম সেমাই মুসলিম পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি সাধারণ জনগণের উন্নয়নমূলক কার্যক্রম সেনা জোন প্রতিনিয়ত পরিচালনা করছে।