মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- “সবার জন্য নিরাপদ পানি“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পানি দিবস’২২ উদযাপিত হয়েছে ।
সোমবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় দিবসটি উদযাপনের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালী বের হয়। এতে বিভিন্ন দপ্তরপ্রধান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।