চট্টগ্রাম প্রতিনিধিঃ আধুনিক ও প্রযুক্তিনির্ভর ইসলামী শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবার প্রত্যয়ে অগ্রযাত্রার ১০বছর উপলক্ষে ইউনিয়ন ব্যাংক ফটিকছড়ি শাখার উদ্যোগে দু’আ মাহফিল ও ইফতারি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ এপ্রিল) উপজেলা সদর বিবিরহাট ইউনিয়ন ব্যাংক কার্যালয়ে এ মাহফিল সম্পন্ন হয়।
ইউনিয়ন ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ একরামুল হক এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আজগর, সোনালী ব্যাংকের ম্যানেজার সৈকত আচার্য, বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাবেদুল আবেদিন, ইউনিয়ন ব্যাংক ফটিকছড়ি শাখার ম্যানেজার (অফারেশন) বায়েজিদ হাসান সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।