কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সর্বশেষ তথ্য অনুযায়ী করোনার বুস্টার ডোজ টিকা গ্রহন করেছে ৫ হাজার ৬২ জন। শনিবার বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা আবাসিক মেডিকেল কর্মকর্তা ও করোনার ফোকাল পার্সন ডাঃ শাহনেওয়াজ হাসান। এছাড়া কাপ্তাই স্বাস্থ্যকেন্দ্র সূত্রে আরো জানা যায়, কাপ্তাইয়ে সর্বশেষ তথ্য অনুযায়ী করোনার ২য় ডোজ পর্যন্ত টিকার আওতায় এসেছে মোট ৫০ হাজার ১শত ৬৩ জন।
কাপ্তাই আরএমও ডাঃ শাহনেওয়াজ হাসান বলেন, কাপ্তাইয়ে গত কিছুদিন যাবৎ টিকা শেষ হওয়ায় বুস্টার ডোজ প্রদান কার্যক্রম বন্ধ থাকলেও শনিবার থেকে আবারো এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এবং নতুন করে প্রায় ১ হাজার বুস্টার ডোজের টিকা কাপ্তাইয়ে এসেছে। তাই এখন পর্যন্ত যারা বুস্টার ডোজ টিকার অপেক্ষায় রয়েছে এবং যাদের ২য় ডোজ দেওয়ার ৪ মাস অতিক্রান্ত হয়েছে ও মেসেজ এসেছে তারা শীঘ্রই কাপ্তাই স্বাস্থ্য কেন্দ্রে এসে এই টিকা গ্রহন করতে পারবে বলে তিনি জানান।