মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সদর গুচ্ছগ্রাম এলাকায় এহ্ ইয়া সুন্নাহ ফাউন্ডেশন ও স্থানীয় এলাকাবাসির অর্থায়নে নব নির্মিত ‘মানিকছড়ি গুচ্ছগ্রাম জামে মসজিদ’এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে মসজিদটির উদ্বোধন করেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন।
মসজিদটির ইমাম ও খতিব মাওলানা নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, তিনটহরী ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, প্রবীণ শিক্ষক ও উপজেলা দূপ্রক সভাপতি মো. আতিউল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু।
এছাড়াও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আবু তাহের, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মো. আসাদুল ইসলাম, মুফতি আনোয়ার হোসাইন ও হাফেজ মুহাম্মদ নাছির উদ্দিনসহ স্থানীয় মুসল্লিগণ উপস্থিত ছিলেন।