নব -নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারের সাথে রাঙামাটির নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) এর আয়োজনে মত সভা অনুষ্ঠিত ।
বুধবার সকালে নানিয়ারচর জোনের অধীনে রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা,উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমান ,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার ,অফিসার ইনচার্জ সুজন হালদার নানিয়ারচর থানা ,এছাড়া অন্যনাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক্ষং প্যানেল চেয়ারম্যান উত্তমপ্রিয় চাকমা ,২নং নানিয়ারচর চেয়ারম্যান বাপ্পী চাকমা,৩নং বুড়িঘাট প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা ,৪নং ঘিলাছড়ি প্যানেল চেয়ারম্যান বাসন্তি চাকমা ,৪নং কুতুকছড়ি প্যানেল চেয়ারম্যান পদ্ম কুমার চাকমা,বন্দুকভাঙা ইউনিয়ন চেয়ারম্যান অমর চাকমা ও জনপ্রতিনিধিগন, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্যগন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রুবাইয়াত হুসাইন বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সুষ্ঠ ও নিরপেক্ষ। হামলা-মামলা, চাঁদাবাজি ও অস্ত্র দিয়ে জনপ্রতিনিধি হওয়া যায় না। ভিন্ন মতাদর্শের যে কেউ এসময় উন্নয়ন করতে পারে। তাই বলে কাউকে হুমকি, অস্ত্রের জোর প্রদর্শন, খুন ও গুমসহ বে-আইনি কোন কাজ করা যাবে না। এই ইউপি নির্বাচনে নিরাপত্তা এবং সার্বিক সহযোগিতায় নানিয়ারচর জোন আপনাদের পাশে ছিল,এবং ভবিষ্যতে থাকবে।
এসময় বক্তব্যে ৩নং বুড়িঘাট ইউপির সদস্য মোস্তফা খান বলেন,৩নং বুড়িঘাটের ইউপি কার্যলয় নানিয়ারচর বাজারস্থ হওয়ায়, বুড়িঘাট ইউনিয়ন কার্যলয় স্থায়ীভাবে ভবন নির্মান ও বুড়িঘাট বাজার এবং বগাছড়ি বাজার পুনরায় চালুর দাবি করেন।