এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ সংবাদদাতা:– পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন হয়েছেো দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার, মুক্তিযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়।
শনিবার (২৬ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকার সম্মান প্রদর্শন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রবীন্দ্র ত্রিপুরার উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, ১নং মানিকছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য, ক্রাখাইঞো মারমা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি, এম. জুলফিকার আলী ভুট্টো, মানিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. কামাল হোসেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি, মো. নুর আলম, সাবেক ইউপি সদস্য আপ্রুছি মারমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাতু রাণী মারমা ও বিদ্যালয়ের সকল সহকারি শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আলোচনা করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার অসামান্য অবদানের কথা গুরুত্বারোপ করে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, আমরা স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেতাম কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার, বীর সেনানীকে সম্মাননা প্রদান, আমন্ত্রিত অতিথিদের এবং বিদায়ী সভাপতিকে পুরস্কার প্রদান করা হয়।