মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- যথাযোগ্য মর্যাদায় মানিকছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
হয়েছে। থানা কর্তক ৩১ বার তোপধ্বনি, সর্যোদয়ের সাথে সাথে জাতিয় পতাকা উত্তোলন, সরকারি-বেসরকারি ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের প্রথম পর্ব শেষ হয়।
শনিবার (২৬ মার্চ) সকাল ৮টায় রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়বমাঠে দিনব্যাপী নানা অনুষ্ঠানের অংশ হিসেবে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার-ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শণ এবং আনুষ্ঠানিক সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বীর
মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
বিকেলে রানী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সন্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১০২টি
ফানুস উড়ানো আনন্দ উল্লাশ ও পরে টাউন হলে স্থানীয় শিল্পগোষ্ঠীর পাশাপাশি অতিথি শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রতন খীসা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন,
যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।