মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও ফিতা কেটে নবনির্মিত দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল জব্বার, প্রধান আলোচক ছিলেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন।
যোগ্যাছোলা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক অংশেপ্রু মার্মা অংশের সঞ্চালনায় ও মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. বাহার মিয়া, দপ্তর জাহিদুল আলম মাসুদ, যুবলীগ সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম, মো. আসাদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ইদ্রিছ ইসলাম রাজু, কৃষকলীগের আহ্বায়ক মো. শাহ আলম, সদস্য সচিব মো. কামাল হোসেন, ইউনিয়ন আ.লীগ সিনিয়র সহ-সভাপতি তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন পাটোয়ারী, যুবলীগ সভাপতি নুরুল আফসার শামীম, মানিকছড়ি কলেজ ছাত্রলীগ সভাপতি আবু জাফর, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ হোসেন প্রমূখ।