কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেন্জের উখিয়ার ঘাট বনবিটের আওতাধীন বনজায়গীদারদের(ভিলেজার) নিয়ে বনায়ন ও বনভুমি রক্ষণাবেক্ষণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৫ মার্চ বিকেল সাড়ে ৩টায় উখিয়ার ঘাট বনবিট কার্যালয়ে বিট কর্মকর্তা মনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বনজায়গীদার বাদশা মিয়া,শামসুল আলম,মোঃশফি,শাহাব উদ্দিন, ছৈয়দুর রহমান,আলী আহমদ ও সোনা আলী প্রমুখ।
এতে আলোচনা সভায় উপস্থিত ৪৫ জন বনজায়গীদার কে ৩ ভাগে বিভক্ত করে প্রতিদলে ১৫ জন করে ৩টি উপকমিটি গঠন করা হয়। ১৫জনের কমিটিতে একজন কে দল প্রধান মনোনীত করা হয়।এতে শাহাব উদ্দিনের নেতৃত্বে একটি দল,বাদশা মিয়ার নেতৃত্বে একটি দল ও ছৈয়দুর রহমানের নেতৃত্বে একটি দল বনায়ন সৃজন ও বনভুমি রক্ষণাবেক্ষণে সপ্তাহে ৩দিন করে দায়িত্ব পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।এসময় উখিয়ার ঘাট বন বিটের বনকর্মীরা উপস্থিত ছিলেন।