আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর চট্টগ্রাম থেকে সব ধরনের আমদানি অনুমতি (আইপি) ইস্যুসহ আগের মতো সেবা বাড়ানোর অনুরোধ জানিয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহাবুবুল আলম বাণিজ্য মন্ত্রণালয় সচিব ড. মো. জাফর উদ্দীন বরাবর চিঠি প্রেরণ করেন। চিঠিতে উল্লেখ করা হয়, ‘স্থানীয় আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর, চট্টগ্রামের প্রতিষ্ঠালগ্ন থেকে ব্যবসায়ীরা সকল ধরনের আমদানি অনুমতি (আইপি) সেবা পেয়ে আসছিল। অথচ বর্তমানে এ দপ্তর কর্তৃক সেবা সংকুচিত হয়ে মাত্র দুটি ছাড়া সকল ধরনের সেবার জন্য চট্টগ্রামের ব্যবসায়ীদের ঢাকায় গিয়ে অনুমোদন সংগ্রহ করতে হচ্ছে। এছাড়া তিন বছরের অধিক সময় কোনো আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) এবং রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি) নবায়ন করা না হলে তা সরাসরি প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তর থেকে নবায়নের অনুমোদন আনতে স্থানীয় ব্যবসায়ীদের অর্থ ও সময়ের অপচয় হচ্ছে। শিল্প আমদানি নিবন্ধন সনদ জারির ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চট্টগ্রাম দপ্তরকে ক্ষমতা অর্পণ করা হলেও আঞ্চলিক আমদানি ও রপ্তানি দপ্তরকে ক্ষমতা প্রদান না করায় তাও ঢাকা থেকে সংগ্রহ করতে হয়। সরকার আমদানি নীতিতে অন্ট্রাপো ও পুনঃরপ্তানি বাণিজ্যের সুযোগ দিলেও প্রয়োজনীয় ইমপোর্ট পারমিট রিটার্নেবল বেসিসের ক্ষমতা প্রধান আমদানি রপ্তানি নিয়ন্ত্রক দপ্তর ঢাকার উপর ন্যস্ত করা হয়েছে যা সংগ্রহ করা যথেষ্ট দুরূহ। তাই এ অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সমস্যা সমাধানে এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আঞ্চলিক অফিস চট্টগ্রাম থেকে সকল ধরনের আমদানি পারমিট, রপ্তানি পারমিট, ক্লিয়ারেন্স পারমিট, রপ্তানি কাম আমদানি পারমিটসহ সকল ধরনের পারমিট জারির ব্যবস্থা করা, তিন বছরের বেশী বকেয়া নবায়ন ফি প্রদানে ব্যর্থতার ক্ষেত্রে কোন আইআরসি, ইআরসি নবায়নের অনুমোদন স্থানীয় আঞ্চলিক অফিসে ব্যবস্থা করা, শিল্প আইআরসি আঞ্চলিক বিনিয়োগ বোর্ড এবং বস্ত্র অধিদপ্তর অফিসসমূহের সুপারিশের ভিত্তিতে সরাসরি আমদানি ও রপ্তানির আঞ্চলিক অফিস থেকে অনুমোদনসহ জারির ব্যবস্থা করা যৌথ/বহুজাতিক প্রতিষ্ঠান/বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইআরসি, ইআরসি অনুমোদনসহ জারির ব্যবস্থা স্থানীয় আঞ্চলিক অফিসে প্রদান করা, অন্ট্রাপো ও পুনঃরপ্তানি বাণিজ্যের জন্য প্রয়োজনীয় ইমপোর্ট পারমিট রিটার্নেবল বেসিসের ক্ষমতা আঞ্চলিক অফিসসমূহ থেকে জারি করার অনুরোধ জনাচ্ছি।
সব ধরনের আমদানি অনুমতি সেবা বাড়ানোর আবেদন চট্টগ্রাম চেম্বার সভাপতির।
5 Comments
5 Comments
-
Pingback: চট্টগ্রামের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম স্হগিত। | Rangamati News24.Com
-
Pingback: ইসলামই মুসলমানদের শান্তির প্রতীক এবং পূর্ণাঙ্গ জীবন বিধান- মাওলানা আবদুল্লাহ আল আমিন | Rangamati News24.Com
-
Pingback: গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত
-
Pingback: চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৪ জন। | Rangamati News24.Com
-
Pingback: আবাসিকে গ্যাস সংযোগ বন্ধের সিদ্ধান্তে চট্টগ্রামের ২৫ হাজার গ্রাহক বিপাকে। | Rangamati News24.Com