মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়িতে শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তি উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাটনাতলী এলাকায় মারমা জনগোষ্ঠীর নিকট জনৈক ব্যক্তিরা সোমবার (২১ মার্চ) রাতে শ্বেত বৌদ্ধ মূর্তি বিক্রির গোপন খবরে পুলিশি অভিযানে বিক্রেতারা পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে আদালতে প্রেরণ করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ শাহনূর আলম জানান, শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তির বিক্রির খবর পেয়ে পুলিশ পাঠানো হলে বিক্রেতারা তা ফেলে পালিয়ে যায়। পরে মূর্তিটি উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে। এটি আসল মূর্তি কী না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।