llরাঙ্গামাটি প্রতিনিধি llহাবিবুর রহমান।।
২৯/১২/২০২০ইং রোজ মঙ্গলবার সকাল ৯.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় উপ-পরিদর্শক জনাব মোঃ জসীম উদ্দীন, সহকারী উপ- পরিদর্শক জনাব লিটন কুমার নন্দী, সিপাইদ্বয় ১। জনাব মোঃ সালাউদ্দিন কাদের, ২। জনাব মোঃ ফখরুল হাসান চৌধুরী ও রাঙ্গামাটি পুলিশ লাইনস এর এস আই (ব্রাশনং ১০২) , জনাব মোঃ আক্তার আলী এবং ৫ জন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম নিয়ে কোতয়ালী থানাধীন এস পি অফিস সংলগ্ন নিচের রাস্তা ২নং ওয়ার্ডস্থ মোঃ ফোরকান উদ্দীন (৪০) (পিতা; আয়ুব আলী, মাতা; মৃত রাজিয়া বেগম) কে তার বসত বাড়ির পশ্চিম ভিটা পূর্ব দুয়ারী বসত ঘরের নিচে বিশেষভাবে তৈরীকৃত কুটির উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাসী ও ঘেরাও করা হয়।
এসময় বসতঘর সংলগ্ন কুটিরের মধ্যে মেঝেতে ২টি জিপারযুক্ত পলিথিন প্যাকেটে প্রতিটি প্যাকেটের মধ্যে পলিথিন কাগজ দ্বারা মোড়ানো ৫টি করে মোট ১০ টি পোটলায় প্রতি পোটলায় ৫০ পিস করে মোট ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় যাট আর্থিক মুল্য প্রতি পিস ইয়াবা ২০০ টাকা করে মোট (৫০০*২০০) ১০০০০০ (এক লক্ষ) টাকা। ঘটনা স্থলে একটা জব্দতালিকা ও নমুনা লেভেল প্রস্তুত করে তাতে সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা হয়। এছাড়া জব্দকৃত ইয়াবা হতে ০১ পিস ইয়াবা রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসাবে এবং অবশিষ্ট ইয়াবা সাক্ষীদের স্বাক্ষরযুক্ত লেভেল দ্বারা পৃথকভাবে সীলগালা করে বিভাগীয় হেফাজতে গ্রহণ করা হয়। এরপর উক্ত উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন হয়।
এরপর আসামীর বিরুদ্ধে নিজ দখলে ইয়াবা সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (০১) সারণির (১০) ক ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য যে, মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অধিদপ্তর কর্তৃক তদন্ত করা হবে বলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।