মংহাইসিং মারমা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে কর্মরত সাংবাদিকদের “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ” শীর্ষক দুইদিনব্যাপী জুম অ্যাপসের মাধ্যমে অনলাইন ভিত্তিক কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত প্লাটফরম ফর ডায়লগ এর আয়োজনে দুইদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউট এর মহাপরিচালক শাহীন ইসলামের সভাপতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম।
ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. নজরুল ইসলাম এর সঞ্চলানায় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব আয়েশা আক্তার, যুগ্ন সচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তীবরিজী, প্লাটফরম ফর ডায়লগ এর টিম লিডার মি. আর্সেন স্টেফিনিয়ন, জাতীয় গণমাধ্যম ইনষ্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুর হক, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বাচ্চু, বান্দরবান জেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক মিনারুল ইসলাম মিনারসহ প্রমূখ।
কর্মশালা শেষে ৩০ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।