মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ফার্নিচার ব্যবসায়িদের নিয়ে গঠিত মানিকছড়ি ক্ষুদ্র ফার্নিচার ব্যবসায়ি সমবায় সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টায় মানিকছড়ির জেনারেল রেস্টুরেন্টের মিলনায়তনে মো. রবিউল হোসেনের সঞ্চালনায় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবদুল খালেক সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিপ্রু মারমা, ইউপি সদস্য ইদ্রিস ইসলাম বাচ্ছু, আসাদুল ইসলাম প্রমূখ।
পরে কাউন্সিলে নিপ্রু মারমাকে সভাপতি ও মো. ইমাম হোসেনকে সাধারণ সম্পাদক করে মানিকছড়ি ক্ষুদ্র ফার্নিচার ব্যবসায়ি সমবায় সমিতির তিন বছর মেয়াদি আংশিক কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।