আবার এলো শীত……
শীতের কুয়াশার চাদরে আচ্ছন্ন চবির সেই চিরচেনা কনকনে শীতের আমেজ দেখা মেলে নি এবছর। চবির সেই শীতের আমেজ কেড়ে নিয়েছে নিষ্ঠুর ,পাষণ্ড কোভিড -১৯।এ যেন মায়ের কোল থেকে ছোট্ট সন্তানটিকে কেড়ে নেওয়ার মতো অবস্থা।
আগে চবির প্রকৃতির সাথে শীতকালে যুক্ত হতো কুয়াশার আচ্ছন্ন চাদরে ঘেরা আমেজ,অতিথি পাখির মনোমুগ্ধকর খিচিরমিচির আওয়াজ,ভেসে আসতো মধুর কন্ঠে গান,চারদিকে ফুলের সমারোহ,দক্ষিণা হাওয়া,নানা ধরনের উৎসব,সবশেষে চবির প্রাণ শিক্ষার্থীদের পদদোলিত আওয়াজ মুখরিত করে রাখতো চবিকে।সব মিলিয়ে সৃষ্টিকর্তার অপরুপ সৃষ্টির দেখা মিলতো চবিতে।
চারদিক যখন কুয়াশায় আাচ্ছন্ন তখন বেড়ে যেত চবির শাটলে শিক্ষার্থীদের খুশির আমেজ, শিক্ষার্থীরা জুড়ে দিত তাদের গান, আড্ডা,কুয়াশায় আচ্ছন্ন প্রকৃতিকে দেখে,শাটলের জানালা দিয়ে প্রকৃতির দৃশ্যকে দেখতো মনভরে,দেখা মিলতে নান ধরনের রং -বেরঙ্গের শাতকালীন পোশাক পরিধান করা চবির শিক্ষার্থীদের।
শাটল ট্রেন থেকে নেমে চবির প্রথম তোরণ জিরো -পয়েন্টে ঢুকতে গিয়ে শিক্ষার্থীদের ঘিরে ধরতো কুয়াশা আাচ্ছন্ন প্রকৃতির অন্যরকম আমন্ত্রণ। শিক্ষার্থীদের পদদোলিতে আবার মুখরিত হয়ে উঠত চবির প্রতিটি আনাগোনা।চারদিকে বিভিন্ন ফ্যাকাল্টির আয়োজন শাতকালীন পিঠার উৎসব মাতিয়ে রাখতো চবিকে। বিশেষ করে বিবিএ ফ্যাকাল্টির আয়োজন থাকতো সারা শীতকাল ধরে,সমাজ-বিজ্ঞান ফ্যাকাল্টিতে দেখা মিলতো নান ধরনের ফুলের সমাহার,আর তা সতেজ থাকতো শিক্ষার্থীদের আনাগোনায়।
অন্যদিকে শীতকালীন এ সময়ে কলাঝুপড়িতে ভরে যেত নানা ধরনের মনোমুগ্ধকর আড্ডায়,নানা ধরনের শীতকালীন জিনিসের ও দেখা মিলতো,আবূর চবির বিখ্যাত ভবন চাকসু তে মুখরিত থাকতো শিক্ষার্থীদের ভিড়ে,বুদ্ধিজীবী চত্বর গিরে থাকতো নানা উৎসবে।এ সময় দূরদূরান্ত অঞ্চল থেকে হাজার হাজার শিক্ষার্থীরা আসত চবিতে পড়ার স্বপ্ন নিয়ে, ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ করতো।কিন্তু সব খুশি-আমেজ এক নিমিষে ছারকার, সব কেড়ে নিলো পাষণ্ড জ্বালাময়ী কোভিড-১৯।
হয়তো চবি প্রকৃতির নিজস্ব নিয়মে সেঝেছে,কিন্তু প্রাণ পায় নি চবির শিক্ষার্থীদের ছাড়া।যাদের ছেড়ে চবি ভালো নেই,ভালো থাকতে পারে না।সাথে বালো নেই চবির শিক্ষার্থীরা,সবাই অপেক্ষায় প্রহর গুনছে কবে দেখা হবে তাদের প্রিয় চবির সাথে,কবে তারা ফিরে পাবে সেই আমেজ।কিন্তু কারো উত্তর মেলে নি নিষ্ঠুর পাষণ্ড কোভিড -১৯ এর জন্য।চবি আর চবির শিক্ষার্থীরা ভালো নেই,আশা করি তাদের মিলন হবে আবার সেই খুশির আমেজ নিয়ে।