মুজিববর্ষের সফলতা, দুর্যোগে প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে রুমা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। কর্মসূচিতে ছিল র্যালী ও দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক আলোচনা সভা।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে এ উপলক্ষে আলোচনে সভার শেষে একটি র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রদক্ষিণ করে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলী সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা , পাইন্দু ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান উহ্লামং মারমা, প্রকল্প বাস্তবায়ন বিভাগে অফিস সহকারী জিপঙ্কর চাকমা, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, নির্বাচন অফিসার তরুন চাকমা ও প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী কর্মকর্তা মংসিংনু মারমা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে দুর্যোগ প্রশমনে প্রস্তুতিমূলক নানা কলাকৌশল সম্পর্কে প্রাথমিক ধারণা দেন।