ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭মার্চ) বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর আসনের সংসদ সদস্য, এ কে এম শাহাজান কামাল, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক এ্যাডঃ রাসেল মাহমুদ মান্না,লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, সদর থানা আওয়ামীলীগের সভাপতি, কবির পাটাওয়ারী, এসময় তৃণমূল নেতা কর্মীদের আস্থাশীল ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভরসা, কর্মীবান্ধব নেতা, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ বেলায়েত হোসেন বেলাল বক্তব্য রাখেন।
উক্ত আলোচনা সভায় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মিজানুর রহিম সহ সকল অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী, নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু।