মাইন উদ্দিন বাবলু, বিশেষ প্রতিনিধি:- খাগড়াছড়ির গুইমারা উপজেলার ৫ নং মুসলিমপাড়াতে আগুন লেগে মো. আবু তাহেরর বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজ বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় সদর ইউনিয়নের মুসলিমপাড়া (সৌধুয়াপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার আবু তাহের এর বসতঘরের পাশে থাকা বৈদুতিক খাম্বা থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ওই আগুন তাদের বসতঘরে ছড়িয়ে পড়ে। তাদের আর্তচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করে ব্যর্থ হয়ে তাৎক্ষণিকভাবে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার পূর্বেই আবু তাহেরর বসত ঘর ও আসবাবপত্রসহ ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে ওই পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ঘর মালিক মোঃ আবু তাহের বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেলো।আমি এখন নিঃস্ব হয়ে গেলাম। পরিবার- পরিজন নিয়ে এখন কোথায় থাকবো তা ভেবে পাচ্ছি না।
রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ, মোঃ ইফতেখার উদ্দিন জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের মাটিরাঙ্গাও রামগড়ের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদুতিক খাম্বা থেকে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন তাৎক্ষণিক সারা ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে মোঃ আবু তাহেরর অন্তত ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আগুনে বসতঘর পুড়ে ছাই হওয়ার সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে সহায়তা করা হবে।