খাগড়াছড়ির গুইমারা উপজেলার মুসলিমপাড়ায় ঘর শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাইঁ হয়েছে। আগুন থেকে রক্ষা করতে পারেনি কোন কিছু।সব মিলে এই মহুর্ত্বে অসহায় আবু তাহের ও তার পরিবারের সদস্যরা। বর্তমানে প্রতিবেশীর ঘরে ছেলে মেয়ে ও পরিবার নিয়ে বসবাস করছেন আবু তাহের ।
দুপুরে বৈদুতিক খাম্বা থেকে শর্ট সার্কিট হয়ে এ ঘটনা ঘটে।স্থানীয় রা গুইমারা উপজেলা হওয়া শর্তেও দীর্ঘ ৮ বছরে ফায়ার সার্ভিস না থাকায় পার্শবর্তী উপজেলা মাটিরাঙ্গা খবর দেন, খবর পেয়ে আসতে আসতে তখন সব শেষ পর্যায়ে, পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উপস্থিত হয়ে বাকি অংশ টুকু আগুন নিবাতে সক্ষম হয়, তাৎক্ষনিক খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান, নির্মল নারায়ন ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য দিদারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উপজেলা নির্বাহী অফিসার পরিবারটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
স্থানীয়রা জানান,বেলা ১২ টায় বৈদ্যুতিক খা্ম্বা থেকে শর্ট সার্কিট হয়ে এই ঘটনার সূত্রপাত হয়।হঠাৎ আগুন বাতাসের মাধ্যমে সাড়া ঘরে ছড়িয়ে যায়।আগুন থেকে রক্ষা করতে পারেনি কোন কিছু।সব হারিয়ে পরিবারটি বর্তমানে নিস্ব।