ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের আগের সে উন্মাদনা নেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল থেকে যে দলবদল শুরু হলো, তাতে আকর্ষণ বলতে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জের পক্ষে নাম লেখানো। সেখানেও দলবদল ছাপিয়ে মাশরাফির ইনজুরি মনোযোগ কেড়ে নেয়। কোমরের চোটের চিকিৎসা করাতে আজ ভারত যাচ্ছেন তিনি। ৯ মার্চ চেন্নাই অ্যাপোলো হাসপাতালে চিকিৎসক দেখাবেন তিনি। জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানান, কোমরে অস্ত্রোপচার লাগতে পারে। সেক্ষেত্রে দলবদল করলেও লিগে খেলা হবে না তার।
কোমরের চোট নিয়েই মিনিস্টার গ্রুপ ঢাকা দলে বিপিএল খেলেন মাশরাফি। টুর্নামেন্টের আগে ব্যথা কমাতে ইনজেকশনও নিতে হয়। তাতেও ভালো না হওয়ায় অস্ট্রেলিয়ার শৈল্যবিদ ডেভিড ইয়াংকের শরণাপন্ন হন তিনি। স্ক্যান পেপার ও রিপোর্ট পর্যালোচনা করে ডেভিড ইয়াং বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারস্থ হতে বলেন। মাশরাফি গতকাল বলেন, ‘অস্ত্রোপচার লাগবেই। এবারই করাব নাকি পরে, সেটি চিকিৎসকের সময় সুযোগ অনুযায়ী হবে। অস্ত্রোপচার হলে এক মাস বিশ্রামে থাকতে হবে।’ চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট ৯ মার্চ হওয়ায় কয়েক দিন ভারতে পরিবার নিয়ে ঘুরে বেড়াবেন নড়াইল এক্সপ্রেস। দিল্লি এবং আশপাশের প্রদেশে যেতে চান ছেলেমেয়ে নিয়ে। বেড়ানো শেষ করে চেন্নাই পৌঁছাবেন ৯ মার্চ। সন্ধ্যায় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করবেন তিনি। চিকিৎসক সময় দিলে অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরবেন। জাতীয় দলে সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেটে খেলেন মাশরাফি। ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লেখালেও ফিটনেসের কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি তার।