কক্সবাজারের উখিয়া থানার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ,বিপিএম’র সার্বিক তত্বাবধানে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সন্জুর মোরশেদ ও ইন্সপেক্টর তদন্ত গাজী সালাহ উদ্দিনের দিক নির্দেশনায় একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ টি ডাকাতি মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে।ধৃত মরিচ্যা পাগলিরবিল হালুকিয়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে চিহ্নিত ডাকাত সিরাজুল ইসলাম (৪০)।এসময় তার হেফাজতে রাখা
৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে,১ মার্চ বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ওসি আহমেদ সন্জুর মোরশেদ।