সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরে শুরু হচ্ছে শ্রী শ্রী শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা। পূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় ১৫ ফাল্গুন থেকে চতুর্দশী পুজা ও আদিনাথ পাহাড়ের পাদদেশে ১০ দিন ব্যাপী মেলা চলবে ৷ প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব শিবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকে। এ বছর শিব চতুর্দশী পূজার মূল দর্শনের লগ্ন সোমবার রাত ২ টা থেকে শুরু হবে।
এ মেলা আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে। প্রতি বছর শিব চতুর্দর্শী পূজা ও মেলা উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও পাশাপাশি মেলা উপলক্ষে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়।
২১ই ফেব্রুয়ারী উপজেলা আদিনাথ মন্দিরের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে ১০ দিনের পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন । মন্দিরে আসা তীর্থযাত্রী, পূজারী, ভক্তবৃন্দ ও পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ, আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও পুলিশের একটি বিশেষ টিম সার্বক্ষণিক টহলে থাকছে বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই।
তীর্থ যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নৌ-যান ও সড়ক পথে যানবাহন ভাড়া নির্ধারণ সহ তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি, শিব চতুদর্শী পূজা ও মেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রীযুক্ত বাবু শান্তি লাল নন্দি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব্যবস্থা থাকবে। পূজায় অনৈতিক কর্মকাণ্ড, যাত্রা, সার্কাস, হাউজী, যে কোন ধরনের জুয়া ও বিনোদন মূলক ব্যবস্থা সম্পূর্ণ নিষিদ্ধ। সে সঙ্গে গ্যাস বেলুন বিকি কিনি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ৷
মহেশখালী থানার ওসি মোঃ আবদুল হাই পিপিএম বলেন, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ ও মহেশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম সর্বাক্ষণিক টহলে থাকবে।