দেশবরেণ্য গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা হয়।
দুই সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থেকে ৭৭ বছর বয়সে গতকাল মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।
কাওসার আহমেদ চৌধুরী কালজয়ী অনেক গান রচনা করেছেন। জনপ্রিয় গানগুলো হলো- ‘যেখানে সীমান্ত তোমার’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘আমায় ডেকো না’, ‘এই রুপালি গিটার ফেলে’ ইত্যাদি। এ ছাড়া তিনি বেশকিছু নাটক রচনা ও পরিচালনা করেছেন। কাওসার আহমেদ চৌধুরী ১৯৯৯ সাল থেকে প্রথম আলোতে রাশিফল লেখা শুরু করেন। তিনি প্রথাগত কোনো জ্যোতিষী ছিলেন না। নিজের লেখা রাশিফলের শুরুতেই তিনি লিখতেন, ‘নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করা যায় শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা ফেট বা নিয়তি।’ রাশিচক্রে ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করতেন তিনি।