বলিউডের ভাইজান সামলান খান। তার সিনেমা মানেই কয়েকশো কোটি টাকার ব্যবসা। অভিনয়ের পাশাপাশি তার বিনোদন জগত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা আছে। সেখান থেকেও আয় করছেন ভাইজান। প্রশ্ন হচ্ছে তার মাসিক আয় কত?
সম্প্রতি একটি শো-তে সালমান জানান, স্বাভাবিক খরচ যেসব বিষয়ে হয়, সেগুলো তো খরচ করতে হবেই। তবে এখন নাকি খরচ আরও কমিয়ে দিয়েছেন।
সালমানের অনুরাগীদের মতে, বড় পর্দায় তিনি দাঁড়ালেই নাকি সিনেমা হিট। এ মুহূর্তে ভাইজান ব্যস্ত টাইগার থ্রি-এর শুটিং নিয়ে। সিনেমার পাশাপাশি চ্যারিটিতেও কাজ করেন এই অভিনেতা।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভাইজানের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ২২৫ কোটি রুপি। তার মাসিক আয় আনুমানিক ১৬ কোটি রুপি। এতো অর্থ আয় করেও মুম্বাইয়ের একটি ফ্ল্যাটে থাকেন তিনি।
সালমান খানের আয় শুধু সিনেমা থেকে নয়, তার আয়ের একটা বড় অংশ আসে বিভিন্ন বিজ্ঞাপন থেকে। এছাড়া তার নিজস্ব জামা-কাপড়ের ব্র্যান্ড ‘বিং হিউম্যান’ রয়েছে।
জানা যায়, সালমানের জীবনের প্রথম রোজগার ছিল মাত্র ৭৫ রুপি। তিনি এক সাক্ষাৎকারে জানান, তাজ হোটেলে একটি অনুষ্ঠানে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে নাচতে গিয়েছিলেন। সেখান থেকে তাকে ৭৫ রুপি দেওয়া হয়। যা ছিল তার প্রথম আয়।