লেখক:সফিকুল ইসলাম
অগোছাল ছেলে
আমি একটা অগোছাল ছেলে।
সব বিষয়ে চিন্তা করে কাজ করার
সময় আমার হয়না।
ভাবতেও ইচ্ছা করে না
এমন একটি মেয়ে যুদি
আমার জিবনে আসে।
তাহলে হয় তোবা
নিজেকে একটু হলেও
গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করবে।
ভালোবাসার শাসনে
রাগ করে বলবে।
তুমি আমাকে পাগল করে ছারবে
তোমার সময়ের প্রতি অবহেলা।
তোমার কাজের প্রতি অবহেলা
এ ভাবে কি আর জিবন চলবে।
তখন আমি সুনে না সুনার ভান করে বসে থাকব।
তুমি তাতে করে আরো রাগে গদগদ করতে থাকবে।
আমি তো যানি আমি একটা অগোছালো ছেলে।
যখন তুমি রাগ করে আমাকে অনেক কথা সুনাবে তখন আমি রাগ করার পরির্বতে,
মিটমিট করে হাসব।
তুমি রাগ করলে, তোমাকে অসাভাবিক সুন্দর লাগে।
তুমি যুদি তা একটু দেখতে,
তোমার রাগ করা চেহারাটা দেখতে আমার অনেক ভালো লাগবে।
আমাকে গুছিয়ে রাখার অনেক চেষ্ট করবে তুমি।
তাও আমি অগোছালোই থেকে যাব।