মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তৈল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পে সুবিধাভোগীদের নিয়ে মাঠ দিবস ও রিভিউডিসকাশন সভা এবং লেবু জাতীয় ফসল সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার তিনটহরী ইউনিয়নের চৌধুরীপাড়ায় উন্নতমানের ডাল, তৈল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প ২০২১-২০২২ অর্থবছরের কর্মসূচীতে উৎপাদিত ফসল চাষীদের নিয়ে মাঠ দিবস ও রিভিউডিশকাশন সভা অনুষ্টিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.হাসিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির উপ-পরিচালক ড. মো. সফি উদ্দিন। অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাগড়াছড়ির জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. বাছিরুল আলম, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ প্রমূখ।
সভা শেষে কৃষকদের উৎপাদিত ডাল, তৈল ও মসলা(সরিষা) খেত পরিদর্শন করে কৃষকদের উদ্ধুদ্ধ করেন অতিথিরা। পরে কৃষি সম্প্রসারণ অফিস মিলনায়তনে লেবু জাতীয় ফসল উৎপাদন, ব্যবস্থাপনা ও সম্প্রসারণে কৃষক/ কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।