ধারাবাহিকতায় ১৩ ফেব্রুয়ারী উখিয়া সদর এলাকায় অভিযান পরিচালনা করে ৩১জন রোহিঙ্গাকে আটক করেছে থানা পুলিশের একটি দল।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ বলেন,এ ভাবে অভিযান অব্যাহত থাকলে রোহিঙ্গাদের অবাধ বিচরণ ও দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়া অনেকটাই হ্রাস পাবে।ধৃতদের সংশ্লিষ্ট ক্যাম্প প্রশাসনের নিকট হস্তান্তর করে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলেও জানান তিনি।