মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- আদালতের নির্দেশনা মোতাবেক খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দুইটি ইটভাটা বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা তুলাবিলে অবস্থিত সেলিম এন্ড ব্রাদার্স ও পান্নাবিলে অবস্থিত থ্রী স্টার নামীয় ইটভাটা দুইটিতে সিলগালা করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের রিট মামলা নং ১২০৪/২০২২ এর নির্দেশনা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবৈধ ইটভাটা দুটির যাবতীয় কার্যক্রম বন্ধে সিলগালা করে লাল পতাকা ও ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে।