শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দিনের বারোটার দিকে ক্যাম্প-৭’র নৌকার মাঠ ক্যাম্প পুলিশের একটি দল গোপন সুত্রে খবর পেয়ে
নৌকার মাঠ এলাকাস্থ, ব্লক-এফ-৩পানির ট্যাংকের সামনে আধা পাকা রাস্তার উপরে এ অভিযান পরিচালনা করেন।অভিযানে আব্দুর রকিম(২৫)কে গ্রেফতার করা হয়।সে ক্যাম্প-৭’র সিদ্দিক-ছবিয়া খাতুন দম্পতির ছেলে এবং ব্লক-ই-৩,এফসিএন-১৩৫১০৭ এর বাসিন্দা।তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃতের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম।