এম.এস.কে.খোকা
লোহাগাড়া প্রতিনিধি :
অনুমোদনহীন এবং কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৮ ডিসেম্বর ( সোমবার ) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বড়হাতিয়া এবিএম ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় সাথে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী, লোহাগাড়া থানার এসআই দুলাল বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমির চক্রবর্তী।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, অনুমোদনহীন এবং কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে বড়হাতিয়ার এবিএম ইটভাটকে প্রাথমিকভাবে ১ লক্ষ জরিমানা করা হয়েছে।
এছাড়াও এই ইটভাটায় অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। ইতিমধ্যেই ইটভাটাটি বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ইটভাটাটি চালু করলে অভিযান চালিয়ে আইনের আওতায় আনা হবে৷