রাঙামাটি নিউজ ২৪ ডটকম
বাঘাইছড়িতে রাশেদুল ইসলাম নামে ১৫ বছরের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । নিহত কিশোর চৌমুহনী সুজিৎ কর্মকারের মোটরসাইকেল গেরেজে শ্রমিক হিসেবে কাজ করতো। শুক্রবার সকালে উপজেলার মাদ্রাসা পাড়া আব্দুর রশিদের ভাড়া বাসার সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় কিশোটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায় বাঘাইছড়ি থানা পুলিশ।
কিশোরটির বাবা মোহাম্মদ আলী জানান নিহত কিশোর রাতে একা বাসায় ঘুমিয়ে ছিলো সকালে বাসার দরজা খুলে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। বাঘাইছড়ি থানার ওসি আশরাফ উদ্দিন জানান স্থানীয় কাউন্সিলের কাছ থেকে সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।