শ.ম.গফুর, উখিয়া (কক্সবাজার):- কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৩ হাজার পিস ইয়াবা নিয়ে দুই মাদক কারবারি সহ ৫ জনকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র পৃথক অভিযানিক দল।এসময় ২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
৯ ফেব্রুয়ারী দুপুরে ১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান,৮ ফেব্রুয়ারী দিবাগত রাত আড়াইটারদিকে ১৪ এপিবিএন’র বালুর মাঠ পুলিশ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-২ওয়েষ্ট, সাব-ব্লক-ডি-৩’র বাসিন্দা জানে আলমের ঘরে অভিযান পরিচালনা করে তার স্ত্রী রুবিনা আক্তার(২০) কে গ্রেফতার করা হয়।এসময় রুবিনার হেফাজত থেকে বিশেষ কায়দায় লুকায়িত ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।রুবিনার এফসিএন নং-৫০৪৫৮৩।
একই তারিখ ১৪এপিবিএন’র কুতুপালং ক্যাম্প পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গাদের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের অন্যতম দুষ্কৃতিকারী মোঃ ইউনুস ওরপে মাতু কে গ্রেপ্তার করেছে।তার বস্তিঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।সে কুতুপালং রেজিষ্ট্রার্ড ক্যাম্পের ব্লক-ই, শেড নং-৩৮, রুম নং-৫/৬ এ বসবাসকরা মোঃহোসাইন ও রশিদা বেগম দম্পতির ছেলে।তার এমআরসি নং-১৫৭৬২।সে উখিয়া থানায় ৯৪(০৮)২১, ২০(১১)২১, ১৫(১০)২০, ১৩(১০)২০, ০৬(০৯)২০, ১৪(১০)২০ নং মামলার এজাহার নামীয় আসামী। মাতু রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মুন্না গ্রুপের সেকেন্ড ইন কমান্ড বলে জানাগেছে।অপরদিকে বিভিন্ন অপরাধের দায়ে আরো ৩ জন রোহিঙ্গাকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
এ সংক্রান্তে পৃথক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি মোঃ নাইমুল হক পিপিএম।