মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকায় অবৈধ বালু মহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার তিনটহরী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবরে মঙ্গলবার বিকেলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু তোলায় নদী পাড়ের ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধনের ভয়াবহ চিত্র দেখে ব্যবসায়ী ঝুলন ভট্টাচার্যকে ১লাখ এবং মো. আনোয়ার হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে রুম্পা ঘোষ বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশকে হুমকিরমূখে পড়তে দেওয়া যাবে না। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।