খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সরকার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্র্বতীকালীন ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে একজনকে চেয়ারম্যান ও ১৪ জনকে সদস্য করে পরিষদ পূর্ণগঠন করেন।
গত ১০ ডিসেম্বর বিকালে বাংলাদেশ সচিবালয়ের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সজল কান্তি বণিক স্বাক্ষরিত স্বারকে প্রদত্ত এক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ (সংশোধন) আইন ২০১৪ এর ২(২) উপধারায়।
প্রদত্ত ক্ষমতাবলে নবম অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী সদস্যদের মাঝে অধিদপ্তরগুলোর দ্বায়িত্ব বন্ঠন করা হয়েছে।
গত ২৩ ডিসেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
মোঃআব্দুল জব্বার স্বাস্থ্য বিভাগ,মংক্যচিং চৌধুরী মাধ্যমিক শিক্ষা বিভাগ, আশুতোষ চাকমা কৃষি সম্প্রসারণ বিভাগ,রেম্রাচাই চৌধুরী পরিবার পরিকল্পনা বিভাগ ও ক্ষুদ্র এবং কুটির শিল্প কর্পোরেশন, খোকনেশ্বর ত্রিপুরা প্রাথমিক শিক্ষা বিভাগ।
পার্থ ত্রিপুরা জুয়েল জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ,শতরূপা চাকমা মৎস্য বিভাগ, শুভমংগল চাকমা প্রকৌশল বিভাগের দরপত্র কমিটি (উন্নয়ন সংক্রান্ত),নিলোৎপল খীসা সমবায় বিভাগ ও সংস্কৃতি বিভাগ (শিল্পকলা,ক্ষুদ্র নৃগোষ্ঠি সাংস্কৃতিক ইনষ্টিটিউট এবং গণগ্রন্থাগার), মোঃ মাইন উদ্দিন প্রাণি সম্পদ বিভাগ,হিরণজয় ত্রিপুরা যুব উন্নয়ন অধিদপ্তর ও পর্যটন মোটেল,মেমং মারমা ক্রীড়া বিভাগ ও বিএডিসি এবং তুলা উন্নয়ন বোর্ড,মোছাঃ শাহিনা আক্তার-সমাজ সেবা অধিদপ্তর দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য এর সাথে পূর্বের প্রজ্ঞাপনে ২৫ মার্চ ২০১৫ তারিখের ২৯.০০. ০০০০. ২১৪.০১.১২০.২০০১ (অংশ-১)/৮৮ নম্বর প্রজ্ঞাপন দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হয়।