লেখক:মোঃ হাবীবুল্লাহ মিসবাহ
প্রাণের প্রিয় সকল ভাই বোনেরা,
জীবনে ভালো কিছু করার-
এখনই স্বপ্ন দেখো তোমরা,
সময় ফুরাইয়া গেলে তোমরা-
হাজার চেষ্টা করিলেও পাইবে না আর,
এখনই হলো সময় ভালো কিছু করার।
এখনই সময় সকল পার্থক্য ভুলে-
– সবাইকে ভালোবাসার,
এখনই সময় ভালো পথের দিকে চলার,
এখনই সময় উন্নততর জীবনে অগ্রসর হবার,
এখনই সময় সবাইকে সাহায্য করার,
এখনই সময় সত্যের পথিক হবার,
এখনই সময় ধর্মের গুন গাহিবার,
এখনই সময় সকল পাপকার্য ত্যাগ করিবার,
এখন সময় সফলতার মন্ত্র পড়িবার।
তোমাদের তরে এইটুকু লিখিয়াছি আমি একজন,
সকলেই তোমরা এই চর্চা করিবে —
এটাই তোমাদের প্রতি আমার চির সম্মানের আবেদন।