রাঙ্গামাটির লংগদু উপজেলায় ৭ম ধাপে ইউপি নির্বাচন ৭ফেব্রুয়ারি সকাল থেকে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
লংগদু উপজেলার ইউপি নির্বাচনের কেন্দ্র গুলো সরেজমিনে গিয়ে দেখা যায়। সবগুলো কেন্দ্রতে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কিছু কেন্দ্রে জাল ভোটের অভিযোগ আসলেও বাস্তবে ভিতরে গিয়ে তার সত্যতা মিলেনি।এসময় প্রত্যেকটি কেন্দ্রে যথেষ্টসংখ্যক আইনশৃঙ্ খলা বাহিনী উপস্থিত ছিলেন।
ইউপি নির্বাচনে আটারকছড়া ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন,অজয় মিত্র চাকমা নৌকা।মাইনী ইউনিয়নে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন,কামাল হোসেন, আনারস (বিদ্রোহী)। লংগদু ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন,কুলিন মিত্র চাকমা আদু (বিদ্রোহী) প্রার্থী।কালাপাকুজ্জা ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন,আব্দুল বারেক দেওয়ান, আনারস সতন্ত্র(বিএনপি)।বগাচতর ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন,আবুল বশর (নৌকা)।গুলশাখালী ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন,শফিকুল ইসলাম (নৌকা)।ভাসান্যাদম ইউপিতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন,হযরত আলী বিদ্রোহী ( ঘোড়া)।
অতীতের সকল রেকর্ড ভেঙ্গে, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিভিন্ন প্রার্থীরা।