শীতের শুরু হতেই বলিউডে একের পর এক বিয়ের খবর প্রকাশ হচ্ছে। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার সাত পাকে বাঁধা পড়ছেন লাভ-বার্ডসখ্যাত রণবীর-আলিয়া।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়, শোনা যাচ্ছে— কাপুর পরিবার এবং ভাট পরিবারের এক হওয়া এখন সময়ের অপেক্ষা। গত এক বছরের বেশি সময় ধরে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে জল্পনার শেষ নেই। প্রায় চার বছরের বেশি সময় ধরে অর্থাৎ ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাদের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে এখন কারও কাছেই অজানা নেই। গত কয়েক বছর ধরে প্রকাশ্যেই দেখা যায় তাদের।
প্রতিবেদনে আরও বলা হয়, শোনা যাচ্ছে— চলতি বছরের এপ্রিল মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। শুধু তাই নয়, কাপুর ও ভাট পরিবারে ইতোমধ্যেই শুরু হয়েছে, এ হাইপ্রোফাইল বিয়ের প্রস্তুতি।
জানা যাচ্ছে অন্য কোথাও নয়, বানিজ্য নগরী মুম্বাইতেই সাত পাক ঘুরবেন। অত্যন্ত সাদামাটাভাবে বিয়ে সারবেন তারা।
প্রতিবেদনে বলা হয়, আলিয়া ভাটের বাবা মহেশ ভাট এবং রণবীর কাপুরের কাকা রণধীর কাপুরের শারীরিক অবস্থা ভালো নয়। তাই তাদের কথা ভেবেই মুম্বাইতেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন দুজনেই।