কক্সবাজারের উখিয়া উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে শীতার্ত হতদরিদ্র প্রতিবন্ধী ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৬ ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদ চত্বরে শীতার্ত হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন।
এ সময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিবন্ধী সোসাইটির নেতৃবৃন্দ ও সমাজসেবা অফিসের কর্মরত অফিসার উপস্থিত ছিলেন।উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সমাজ সেবা অফিসের ক্যাপিটেশন গ্র্যান্ড প্রাপ্ত এতিমখানার ৫৮ জন এতিম শিশু ও ৪৮ জন প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়।