“সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার-ডিজিটাল গ্রন্থাগার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ফেব্রুয়ারী) সকালে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচন সভায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক ইয়াছিন রানা সোহেল, রাঙ্গামাটি সরকারি কলেজের লাইব্রেরিয়ান মোহাঃ মঈন উদ্দীন তারেক ও বিশ্বসাহিত্য কেন্দ্রের রাঙ্গামাটি অফিসার আবদুল হাকিম। পরিচালনা করেন কবি ও শিক্ষক মোঃ কামরুল হাছান রাজিব।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বই পড়ার বিকল্প নেই। শিশু কিশোরদের পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বই পড়ার ক্ষেত্রে উৎসাহিত করার জন্য অভিভাবকদের প্রতি আহবান তিনি। বই পড়ার নেশা অনৈতিক ও মাদকের ছোবল থেকেও মুক্ত রাখে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।