প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার আবার অবনতি হয়েছে। তাকে এরইমধ্যে ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ৯২ বছর বয়সী এই গায়িকা। এরপর গত ১১ জানুয়ারি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার নিউমোনিয়াও ধরা পড়ে। সেখানেই আইসিইউতে চিকিৎসা নিতে থাকেন তিনি। চিকিৎসকরা বলছিলেন, তার শরীরিক অবস্থা অপরিবর্তিত। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে বলেছে, লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে।
হাসপাতালটির চিকিৎসক প্রতীত সমদানি বলেন, গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউতেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
কিছুদিন আগে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসাও করানো হয়। এরপর থেকে একেবারে বাড়িতেই থাকতেন তিনি। বাড়িতে প্রায়ই তাকে অক্সিজেন ব্যবহার করতে হত।